Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহ

 

 

লাইব্রেরির সময়সূচি

শনিবার থেকে বুধবার সকাল ১০:০০ টা থেকে বিকেল ৬:০০ টা পর্যন্ত

সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন ।

বইয়ের সংখ্যা

 ৬১,১৪১টি

দৈনিক পত্রিকা

বাংলা: ১. দৈনিক  ইত্তেফাক   ২. দৈনিক প্রথম আলো ৩. দৈনিক যুগান্তর  ৪. দৈনিক জনকন্ঠ  ৫. দৈনিক সমকাল, ৬.  দৈনিক কালের কন্ঠ  ৭. দৈনিক সংবাদ ৮. দৈনিক ইনকিলাব  ৯. দৈনিক ভোরের কাগজ, ১০. দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ১১. দৈনিক আমাদের সময়  ১২. দৈনিক জাহান ।

ইংরেজি: 1.The daily Star .

সাময়িকী

বাংলা:   ১ রোববার  ২ সপ্তাহের বাংলাদেশ  ৩ দেশ প্রসঙ্গ  ৪. ক্রীড়ালোক  ৫.মদিনা  ৬. মনোজগত  ৭.নিউজ লেটার  ৮. নিরীক্ষা  ৯. শিশু   ১০. শিক্ষা বার্তা  ১১. কালি ও কলম  ১২. সরগম ১৩. উত্তরাধিকার  ১৪. সমাজ নিরীক্ষণ  ১৫. বাংলাদেশের হৃদয় হতে  ১৬. নতুন দিগন্ত  ১৭. সাহস  ১৮ ব্যাক টু গডহেড ১৯. ইতিহাসের খসড়া ২০.ছক্কা 

ইংরেজি : 1.The Journal of Social Studies   2. Dhaka Courier3. Proshikhyan.

বাঁধাইকৃত পত্রিকা  সাময়িকী

পত্রিকা: দৈনিক সংগ্রাম সেপ্টে.৭০, দৈনিক পূর্বদেশ জুন ‘৭১-জুলাই‘৭১ (২ মাস) এপ্রিল‘৭৪ আগস্ট‘৭৪- ডিসে.৭৪ (৫মাস) জানুয়ারি-৭৫, মে‘৭৫- জুন‘৭৫ (২ মাস), দি বাংলাদেশ টাইম ফেব্রম্নয়ারি‘৭৫, এপ্রিল‘৭৫, নভেম্বর‘৭৫, জানুয়ারি‘৭৬, ডিসেম্বর‘৭৬, জানুয়ারি‘৭৭, ফেব্রম্নয়ারি ‘৭৯, নভেম্বর‘৭৯, আগস্ট‘৮০, নভেম্বর‘৮০, দৈনিক গণকণ্ঠ নভে.‘৭২- জানু.৭৩ (৩ মাস) মার্চ‘৭৩,  মে-৭৩, জুন ‘৭৩-ডিসে‘৭৩ (৭মাস), জানু‘৭৪-ফেব্রম্ন.‘৭৪ (২ মাস) মে‘৭৪-জুলাই‘৭৪(৩ মাস) অক্টো.‘৭৪, ডিসে.‘৭৪- জানু.৭৫(২ মাস), বাংলাদেশ অবজারভার, সেপ্টে.‘৯০, আগষ্ট ৯১-সেপ্টে.৯১(২মাস), জানু.৯৩- মার্চ‘৯৩ (৩ মাস) মে-৯৩, দৈনিক ইত্তেফাক জুলাই‘৭৫, সেপ্টে.‘৭৬ - এপ্রিল‘৭৬ (৮ মাস) আগষ্ট‘৭৬,অক্টো.৭৬-ডিসে.‘৭৬ (৩ মাস), জানু.‘৭৭-মে‘৭৭ (৫ মাস), আগষ্ট‘ ৭৭ ডিসে.‘৭৭ (৫মাস) জানু.‘৭৮ মার্চ‘৭৮-জুলাই‘৭৮ (৫ মাস) সেপ্টে.‘৭৮-ডিসে.৭৮(৪ মাস), ফেব্রম্ন.৭৯-ফেব্রম্ন‘৮০(১৩ মাস) সেপ্টে.‘৮০-নভে.‘৮০ (৩ মাস) ফেব্রম্ন.-৮১, মে-৮১ (৪ মাস) জুলাই‘৮১-আগস্ট-৮১(২ মাস) নভে.৮১-ডিসে.‘৮১, (২ মাস) *(জানুয়ারি-১৯৮২ থেকে অক্টোবর-১৯৮৯ পর্যমত্ম বাঁধাইকৃত পত্রিকা নাই)।  নভে.‘৮৯, সেপ্টে.‘৯০, জুলাই-৯১  অক্টো.৯২-ডিসে.‘৯২ (৩ মাস) জানু.‘৯৩-মার্চ‘৯৩ (৩ মাস) এপ্রিল‘৯৩-মে‘৯৩ (২ মাস) জুন‘৯৩-ডিসেম্বর‘৯৩ (৭ মাস) মার্চ‘৯৪-সেপ্টে‘৯৪ (৭ মাস) নভে.‘৯৪-ডিসে‘৯৪ (২ মাস) জানু.৯৫-মে‘৯৫ (৫ মাস) ডিসে.‘৯৬,জানু.‘৯৭ (২ মাস) অক্টো.৯৭-ডিসে.‘৯৭ (৩ মাস) জানু.‘৯৮এপ্রিল‘৯৮-সেপ্টে.‘৯৮ (৬ মাস) ডিসে.‘৯৮ জানুয়ারি ১৯৯৯ থেকে অক্টোবর-২০১৯ পর্যন্ত দৈনিক ইত্তেফাক (মে‘১৩ ব্যতীত) বাঁধাইকৃত ।

সাময়িকীনিউজ উইক জুন ‘৭৮ (১মাস) সাময়িকী দেশ জানু. ১৯৯০-১৯৯২মার্চ পর্যমত্ম ১৬ ভলি.(১৬ মাস) বিচিত্রা জানু.‘৯১-অক্টো. ‘৯৭ পর্যমত্ম  ৪০ ভলিউম (৬৮মাস), সাপ্তাহিক রোববার জানুয়ারি. ১৯৯৮ হতে অক্টোবর ২০১৮ পর্যন্ত. বাংলাদেশ গেজেট জুলাই ৮১ হতে ২০১৪ আগস্ট পর্যমত্ম (১৫৮ ভলিউম) * ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে গেজেট নিয়মিত না পাওয়ায় বাঁধাই করা সম্ভব হচ্ছে না।

সম্প্রসারণমূলক কার্যক্রম

সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করার নিমিত্ত গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন :

বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সুন্দর 

হাতের-লেখা প্রতিযোগিতা, বইপাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়। এছাড়া বিশেষ বিশেষ দিবসে গ্রন্থ প্রদর্শনী, আলোচনা সভা, ওয়ার্কশপ,  ও সেমিনারের আয়োজন।

গ্রন্থাগার সেবা

১. পাঠক সেবা ২. রেফারেন্স সেবা ৩. সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা ৪. পরামর্শ সেবা ৫. নির্বাচিত তথ্য বিতরণ সেবা ৬. তথ্য অনুসন্ধান সেবা  ৭. পুস্তক লেনদেন সেবা  ৮.ফটোকপি সেবা  ৯. উপদেশমূলক সেবা ১০. পুরাতন পত্রিকা সেবা।

ইন্টারনেট সেবা

বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা।

কার্যক্রম

বেসরকারি গণগ্রন্থাগারসমূহকে তালিকাভুক্তিকরণ/ রেজিস্ট্রেশন প্রদান করা।

ভবনের আয়তন

৫০৫০বর্গফুট।

পাঠকক্ষের সংখ্যা

২ (দুই) টি